Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

জুড়ী উপজেলার পরিচিতি

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত একটি ছোট উপজেলা হচ্ছে জুড়ী উপজেলা।জুড়ী উপজেলা সৃষ্টি করা হয় 26 আগস্ট 2004 সালে।জুড়ী উপজেলার উত্তরে বড়লেখা উপজেলা,পূর্বে ভারত,দক্ষিণে কুলাউড়া এবং পশ্চিমে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা। এটি মৌলভীবাজার জেলা সদর হতে ৪৬ কিঃমিঃ দূরে অবস্থিত।222.91 বর্গ কিঃমিঃ আয়তন বিশিষ্ট এই উপজেলাটি 141 টি গ্রাম এবং 06 টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ ইউপজেলায় 11 টি চা বাগান রয়েছে।

জুড়ী উপজেলা আনসার ভিডিপি অফিসের প্রাধিকার জনবলঃ 03 জন।

01 জন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা

01 জন উপজেলা প্রশিক্ষক (পুরুষ)

01 জন উপজেলা প্রশিক্ষিকা (মহিলা)

 06 টি ইউনিয়নে ০৬ জন দলনেতা এবং ০৬ জন দলনেত্রী কর্মরত আছেন।

 01 জন উপজেলা আনসার কমান্ডার এবং 01 উপজেলা মহিলা আনসার প্লাটুন কমান্ডার কর্মরত আছন। 05 জন ইউনিয়ন আনসার কমান্ডার এবং 03 জন সহকারী ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার কর্মরত আছেন। জুড়ী উপজেলায় 01 টি আনসার গার্ড ও 03 টি ব্যাংককে মোট 17 জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্লাটুনভূক্ত ভিডিপি সদস্য রয়েছেন 3456 জন।